|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ দুই বছরে কুড়িগ্রামে ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ
আদালত সূত্র জানায়, ২০২০ সালে যোগদানের পর গত দুই বছরে আট মামলায় ১৯ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি ছয় মামলায় অভিযুক্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান। এছাড়া একটি মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড এবং পৃথক পাঁচটি মামলায় অভিযুক্ত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
➤ রাজারহাটে তিস্তার ভাঙনে অর্ধশত বাড়ি বিলীন
রাজারহাটে তিস্তার ভাঙনে অর্ধশত বাড়ি-ঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। ইতোমধ্যেই ভাঙনে শেষ আশ্রয়টুকু হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অনেকে মানবেতর জীবনযাপন করছে।
➤ কুড়িগ্রামে প্রাণিসম্পদ বিভাগের বকনা গরু বিতরণ
১৮জন উপকারভোগীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৬০জন উপকারভোগীকে বকনা গরু প্রদান করা হবে বলে কর্মকর্তারা জানান। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ও সদর উপজেলার বিভিন্ন চরের অধিবাসী যাদের নিজস্ব কোন গরু নাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই বকনা গরু হস্তান্তর করা হয়। উপকারভোগীদের ছয় মাসের জন্য গো-খাদ্য সহায়তা প্রদান করা হবে।
➤ কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ৬ জেএমবি’র ফাঁসির আদেশ
প্রসুতির ফুফাতো ভাই রতন চন্দ্র বর্মন জানান, অপারেশনের পর রোগি অসুস্থ্য হয়ে যায়। তবুও ডাক্তার আমাদের কিছু জানায়নি। পরে রাত একটার দিকে ডাক্তার ওষুধ লিখে দেয়। সেটি আনার জন্য বাজারে যাই। পরে ক্লিনিক থেকে আমাক ফোন করা হয়। এসে দেখি অ্যাম্বুলেন্সে করে রোগিকে রংপুর প্রেরণ করা হচ্ছে। সাথে ক্লিনিকের দুজন ছিল, কিন্তু রাজারহাট পার হওয়ার পর আমার বোন মারা গেলে তাৎক্ষনিক গাড়ি থেকে নেমে ক্লিনিকের লোক দুজন পালিয়ে যায়। অপারেশনের সময় নবজাতকের মাথা কেটে যায় বলেও জানান তিনি।