|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ২২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং ও উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দেড় মাসব্যাপী জেলার মেধাবী ছাত্র -ছাত্রীদের কর্মসংস্থানে ফ্রিল্যান্সিং ও উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে জেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠান on
উল্লেখ্য জেলার বিভিন্ন উপজেলার ৩৪জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী ভাতা বাবদ নগদ ২২’শ পঞ্চাশ টাকা করে প্রদান করা হয়।
➤ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে উলিপুরের বানভাসি মানুষ
বানভাসিদের অভিযোগ, কয়েক দিন অতিবাহিত হলেও সরকারিভাবে এখনও ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। তাই অনেকেই খেয়ে-না খেয়ে দিন পার করছেন। খাবার ও বিশুদ্ধ খাবার পানি দ্রুত সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছেন তারা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলগুলো একের পর এক প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষগুলো। ফলে এলাকার অনেকেই রাস্তার ধারে তৈরি করছেন অস্থায়ী ছাপরা ঘর।
➤ উলিপুরে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ
প্রসুতির ফুফাতো ভাই রতন চন্দ্র বর্মন জানান, অপারেশনের পর রোগি অসুস্থ্য হয়ে যায়। তবুও ডাক্তার আমাদের কিছু জানায়নি। পরে রাত একটার দিকে ডাক্তার ওষুধ লিখে দেয়। সেটি আনার জন্য বাজারে যাই। পরে ক্লিনিক থেকে আমাক ফোন করা হয়। এসে দেখি অ্যাম্বুলেন্সে করে রোগিকে রংপুর প্রেরণ করা হচ্ছে। সাথে ক্লিনিকের দুজন ছিল, কিন্তু রাজারহাট পার হওয়ার পর আমার বোন মারা গেলে তাৎক্ষনিক গাড়ি থেকে নেমে ক্লিনিকের লোক দুজন পালিয়ে যায়। অপারেশনের সময় নবজাতকের মাথা কেটে যায় বলেও জানান তিনি।
➤ কুড়িগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে ৩২৪টি বিদ্যালয়ের পাঠদান স্থগিত
এদিকে বন্যার পানি প্রবেশ করায় ২শ ৯৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখেছে শিক্ষা বিভাগ। তার মধ্যে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র বেষ্টিত ৪টি বন্যা কবলিত ইউনিয়নের ৫৮টি প্রাথমিক ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সম্পুর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।