|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুন ২১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ৪৭ লক্ষ টাকার চেক বিতরণ
সদরের ৯টি ইউনিয়নের মধ্যে ভাঙ্গন কবলিত ৫টি ইউনিয়নে ৯৪জনকে যাচাই বাছাই করে এই চেক প্রদান করা হয়। এতে পাঁচগাছী থেকে ২৫জন, যাত্রাপুর থেকে ২৪জন, ঘোগাদহ থেকে ২২জন ভোগডাঙ্গা থেকে ১৮জন এবং হলোখানা ইউনিয়ন থেকে ৫জনসহ মোট ৯৪জনকে এই চেক তুলে দেয়া হয়। এজন্য উক্ত ইউনিয়নগুলো থেকে ৪৮৪জন আবেদন করেছিল।
➤ কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক, ব্যাপক ক্ষতির আশংকা কৃষিতে
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, চলতি বন্যায় এখন পর্যন্ত বিভিন্ন ফসল ডুবেগেছে ১৫হাজার ২০০ হেক্টর জমির। এর মধ্যে সবজি ক্ষেত রয়েছে এক হাজার ৬৪৫ হেক্টর। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি। বন্যার পানি নেমে যাওয়ার পর এ পক্রিয়া সম্পন্ন করা হবে। তখন ক্ষতি গ্রস্থ কৃষকের তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে। প্রনোদনার বরাদ্দ পেলে পরবর্তীতে তা বিতরণ করা হবে।