|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ২০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারী-ঢাকা সরাসরি গাড়ি চলাচল বন্ধ
রৌমারী ও রাজিবপুর উপজেলায় সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ও চলতি বন্যার পরিস্থিতি অবনতি হওয়ায় রৌমারী-ঢাকা মহাসড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যে কোনো সময় মহাসড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
➤ উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ৪০জন বন্যার্ত পরিবারের মাঝে ১০কেজি চাল,এক কেজি মুসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তেল, মরিচের গুড়া ১’শ গ্রাম, হলুদ গুঁড়া ২’শ গ্রাম, ধনিয়া গুড়া ১’শ গ্রাম বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রামে বন্যায় সোয়া দু’লাখ মানুষ পানিবন্দি, রৌমারিতে এক শিশুর মৃত্যু
৯টি উপজেলার ৫০টি ইউনিয়নের প্রায় সোয়া দু’লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর সংকট দেখা দিয়েছে। এছাড়াও বানভাসীদের মধ্যে পানিবাহিত চর্ম, ডায়রিয়া, জ্বর দেখা দিয়েছে। এ পর্যন্ত বন্যার পানিতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে জেলার সকল দপ্তর ও বিভাগ বন্যা সংক্রান্ত তথ্য আপডেট করছেন। সংশ্লিষ্ট সকল দপ্তর বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রতিদিনই বন্যার বিভিন্ন ধ্বংসাত্মক চিত্র ফুটে উঠছে।
➤ কুড়িগ্রামে বন্যায় ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
৯টি উপজেলার ৪৯টি ইউনিয়নের ২৮৪টি গ্রামের নিম্নঞ্চলের ২৭হাজার ১৯৭টি পরিবারের ১লাখ ৮হাজার ৭৮৮জন পানিবন্দি হয়ে পড়েছে। জেলার রাজিবপুর-৭টি, রৌমারী-৪৪টি, চিলমারী-২৬টি, উলিপুর-২০টি, কুড়িগ্রাম সদর-১১টি, নাগেশ্বরী এবং রাজারহাটে ১টি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ১টি কলেজে সাময়িক পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ৩৬১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।