|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ১৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং অনির্দিষ্টকালের জন্য সরকারি সকল প্রকার নির্মাণকাজ বন্ধ ঘোষণা করা হবে। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।
➤ কুড়িগ্রামে চর ভগবতিপুর ও যাত্রাপুরে ৩ শতাধিক বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ
পানিবন্দী কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপূত্র নদ বেষ্টিত দুর্গম পোড়ার চর গ্রামে রবিবার (১৯ জুন) ত্রাণ বিতরণ করে প্রশাসনের লোকজন। এসময় দুর্গতদের সাথে কথা বলেন কর্মকর্তারা। গত এক সপ্তাহ ধরে এই চরের মানুষ বাড়ীঘর ছেড়ে নৌকার মধ্যে অবস্থান নিয়েছিল। দেড় শতাধিক পরিবার অধ্যুসিত এই চরের বাড়ীঘরে দরজা-জানালা পর্যন্ত পানি উঠে গেছে। অনেক বাড়ীতে ঢোকার মত অবস্থা ছিল না।
➤ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, উলিপুরে এক শিশুর মৃত্যু
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকারপাড়া গ্রামের মাঈদুল ইসলামের কন্যা মাকসুদা জান্নাত (১১) শনিবার দুপুর সাড়ে ১১টায় বাড়ীর পাশে বন্যার পানিতে পরে মারা গেছে।