|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ১৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় শনিবার (১৮ জুন) সকাল ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার কলাকুশলী ও কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ সহ সংস্কৃতি চর্চায় বিরাজিত সংকট ও সমস্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার উ樂威壯 পযুক্ত সময় এখনই। এ জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
➤ ২ সপ্তাহের ব্যবধানে উলিপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন
দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার জানান, বিগত ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসার কারণে মহাদেব সরদারপাড়া এলাকা ভাঙন রোধে কাজ করা হয়নি। এদিকে বন্যায় চরাঞ্চলের বাড়ি গুলোতে পানি ওঠায় রান্না করতে না পারায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
➤ কুড়িগ্রামে বন্যা পরিস্থির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত দু’দিনে ব্রহ্মপূত্র ও ধরলা নদীর পানি যেন পাল্লা দিয়ে বাড়ছিল। পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে বানভাসী এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সংকট। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে গত তিন দিনে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯ উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় ১২৫টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পরেছে।