|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুন ১৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ১৬টি নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে ব্রহ্মপূত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারীতে ব্রহ্মপূত্র নদের পানি ১১ ও ধরলা নদীতে সেতু পয়েন্টে ১৫ সে.মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ব্রীজ পয়েন্টে ২৩ সে.মিটার নীচ দিয়ে বইছে।
➤ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উলিপুরে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছে দুলাল মিয়া নামে এক বখাটে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূক্তভোগি শিক্ষার্থীর পরিবার। ঘটনার পর থেকে স্কুল যাওয়া বন্ধ করেছেন ওই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ শিক্ষার্থীর পিতা। ঘটনাটি গত ৮জুন (বুধবার) উপজেলার পান্ডুল ইউনিয়নে।