।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছে দুলাল মিয়া নামে এক বখাটে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূক্তভোগি শিক্ষার্থীর পরিবার। ঘটনার পর থেকে স্কুল যাওয়া বন্ধ করেছেন ওই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ শিক্ষার্থীর পিতা। ঘটনাটি গত ৮জুন (বুধবার) উপজেলার পান্ডুল ইউনিয়নে।
অভিযোগ ও ভূক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পান্ডুল ইউনিয়নের আমভদ্র পাড়া গ্রামের সাইফুল ইসলামের বখাটে পুত্র দুলাল মিয়া (১৯), পান্ডুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে হয়রানি করে আসছিল। একপর্যায়ে ওই শিক্ষার্থী দুলালের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি দুলালের পিতা সাইফুল ইসলামকে অবগত করেন। সাইফুল নিজের ছেলেকে শাসন না করে উল্টো শিক্ষার্থীর বাবাকে বিভিন্ন ধরনের ভৎসনা এবং শাসাতে থাকে। পরে (৮ জুন) বুধবার ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার সময় বখাটে দুলাল তার পথরোধ করেন। একপর্যায়ে আমগাছের ডাল ভেঙে শিক্ষার্থীর মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তার মাথায় ৫টি সেলাই দেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী স্কুল যাওয়া বন্ধ করেছে বলে জানায় তার পরিবার।
এ বিষয়ে পান্ডুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামিউল ইসলাম (বিএসসি) বলেন, অসুস্থ্যতার কারণে ছুটিতে ছিলাম। তবে গত তিন দিন ধরে তাকে (ওই শিক্ষার্থী) ক্লাসে পাওয়া যাচ্ছে না।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/জুন/১৭/২২