|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ১৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে বন্যা পরিস্থিতির উন্নতি
রৌমারী উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট তিস্তা নদীর পানি হ্রাস পেতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, বাড়ির আঙিনায়, রাস্তাঘাটে জমে আছে পানি। ফলে, দুর্ভোগে পানিবন্দি মানুষ।
➤ দীর্ঘ একযুগ পর অধ্যক্ষ পেল উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসা
দীর্ঘ একযুগ পর উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মাওঃ শফিকুর রহমান। তিনি পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৫ জুন) সকালে মাদ্রাসার নবনির্মিত ভবনে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।
➤ ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে মোবারক হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। আজ বুধবার (১৫ জুন ) সকাল জাল ফেলে তার মৃত দেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন ওই বিলের পাহাড়াদার। উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তি দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।