|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ১২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শিশুশ্রম বন্ধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“শিশুশ্রম বন্ধ করি সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি” এই শ্লোগান সামনে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর ইউনিসেফ এর সহযোগিতায় রবিবার (১২ জুন) সকালে এসব অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে কুড়িগ্রাম সদর উপজেলা চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়বাংলা মোড়ে আলোর ভুবন শিক্ষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্র চত্বরে গিয়ে শেষ হয়।
➤ রৌমারীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত ৩৫ গ্রাম
গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারী উপজেলার ৪ ইউনিয়নের ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত ঘেঁষা রৌমারী উপজেলার জিঞ্জিরাম, ধরনী ও কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার রৌমারী, শৌলমারী, দাঁতভাঙ্গা ও যাদুর চর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।