|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ১১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি ঘোষণা
গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম জেলার ৫৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে অ্যাড. সাজ্জাদ হোসেন মন্ডল পলাশ ও সদস্য সচিব হিসেবে প্রভাষক আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
➤ ভূরুঙ্গামারীতে অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
ভূরুঙ্গামারীতে মাদক গ্রহনের ফলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (১১ জুন) ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
➤ রৌমারীতে কয়েক দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
রৌমারীতে কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের বেশীর ভাগ নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। আমন বীজতলা বিআর, ৪২, ৮২ জাতের বোরো ধান, সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পরার আশঙ্কা কৃষক। পানি বান্দি হয়ে পড়েছে প্রায় ২০ গ্রামের মানুষ।