|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুন ১০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বাড়ায় শঙ্কায় কৃষকের
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসল। আগামী দুই-একদিনের মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছতে পারে কিন্তু জেলায় বন্যার পূর্বাভাস নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
➤ ঐতিহ্যবাহী দশহারার মেলা, শত শত পুণ্যার্থীদের ঢল
কুড়িগ্রাম জেলার কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী দশহারার মেলা। অন্যান্য মেলার মত প্রায় দেড়শো বছর ধরে পালিত হয়ে আসা এই মেলাতেও বৃষ্টি উপেক্ষা করেই শত শত পুণ্যার্থীর আগমন ঘটেছে।