|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ০৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ
চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের অবশিষ্ট ভবনটি এখন হুমকির মুখে। এতে প্রায় ৯শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। তাদের বাড়ছে দুশ্চিন্তা। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশাহারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। হতাশায় এলাকাবাসী জানেনা কি করবে।
➤ চিলমারীতে সেতুর অভাবে বাঁশ ও কাঠের সাঁকোতে চলছে পারাপার, দূর্ভোগে গ্রামবাসী
দিনের পর দিন, মাস পেড়িয়ে বছর, বছর পেড়িয়ে যুগ ভরসা ওদের বাঁশ ও কাঠের সাঁকো। জন্মেও পর থেকেই দেখছি বাঁশ আর কাঠের সাঁকো আর বন্যার সময় নৌকা বা ভেলা দিয়ে হতে হয় পাড়াপাড়। বছরের পর বছর নড়বড়ে বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। শুকনা মৌসুমে চলাচল করা গেলেও বৃষ্টি আর বর্ষার সময় নড়বড়ে সাঁকোর সামনে এলেই বড় ডর (ভয়) করে কথা গুলো বললেন কলেজ ছাত্রি আতিকা। বছরের পর বছর থেকে দুর্ভোগ আর দুর্ঘটনা সামনে নিয়েই কখনো বাঁশ, কখনো কাঠের সাঁকোই ভরসা হয়ে দাঁড়িয়েছে চিলমারী পাত্রখাতা, ডাংগারচরসহ ১০গ্রামের বাসিন্দার।
➤ আজ কাঁঠালবাড়ি গণহত্যা দিবস
আজ ৯ জুন কাঁঠালবাড়ি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম শহর থেকে ৮ কি.মি. দুরে কাঁঠালবাড়ি বাজার ও আশেপাশের ৬টি গ্রামে পাকবাহিনী দেশীয় দালালদের সহযোগিতায় নৃশংস হামলা চালিয়ে হত্যা করেছিল ৩৫ জন নিরপরাধ বাঙালীকে। সেই সাথে লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধবংস স্তূপে পরিণত করেছিল এই সব গ্রাম। দিবসটি পালনের জন্য স্থানীয় দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী ও দিশারী পাঠাগার কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করেছে ।
➤ কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালে প্রণিত ক্লাইমেট চেঞ্জ জেন্ডার একশন প্লান (বিসিসিজিএপি) হালনাগাদকরণের জন্য পরামর্শমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল ইসলাম।
➤ উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা
উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে উলিপুর বণিক সমিতি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।