|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ০৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে এসএসসি পরীক্ষার্থীকে জেল হাজতে প্রেরণ
কুড়িগ্রাম সদরের কলেজ পাড়ায় (গাছবাড়ি) এলাকায় বায়েজিদ ছাত্রাবাসের মালিকের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১ এসএসসি পরীক্ষার্থীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
➤ কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং বিকাশের কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকেরা
সরকারের দেয়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের অর্থ নিজের কিংবা পরিবারের কারো মোবাইল একাউন্টে বিকাশের মাধ্যমে প্রদান করা হয় দীর্ঘদিন থেকে। কিন্তু গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের উপকারভোগীরা মোবাইলের বিকাশের একাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকায় ভাতা উত্তোলন করতে পারছেন না। মোবাইলে নতুন করে বিকাশের পিন চালু করে ভাতা উত্তোলন করতে হবে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব ভাতাপ্রাপ্ত উপকারভোগী।