।। নিউজ ডেস্ক ।।
ভুরুঙ্গামারীর মইদাম সীমান্তে শূন্যরেখা থেকে আটক কামাল হোসেন শেখ (৩৮) নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)।
শনিবার (৪ জুন) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বিকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তে নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেনকে ভারতের দিঘলটারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল ধরে নিয়ে যায়। কামাল শেখ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি ময়দান বিওপি ক্যাম্পের বরাত দিয়ে উপজেলার পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, বিএসএফের হেফাজতে থাকা বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিজিবি চিঠি পাঠায় বিএসএফকে। ওই রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে কামালকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর তাকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, অবৈধভাবে ভারত যাওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।