।। নিউজ ডেস্ক ।।
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো নানা মুখী আয়োজন। পূর্ব আকাশের সূর্য যখন হেলে পশ্চিম আকাশের কোলে ঢোলে পড়েছে তখন ঘড়ির কাঁটায় সময় ঠিক বিকেল ৫ টা। এমন সময় পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দঘন পরিবেশে শুরু হয় বর্ণাঢ্য র্যলী। গ্রীন ভয়েস উপদেষ্টা সাইফুল ইসলাম এর নেতৃত্বে র্যালীটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয় এবং সেই প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ স্যারের হাতে উদ্বোধন হয় বৃক্ষরোপণ কর্মসূচির।
এরপর পরই ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পরিবেশ কেন্দ্রিক উপভোগ্য সংসদীয় প্রীতি বিতর্ক। বিতর্কের সার্বিক সহযোগিতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন (ব্রুডা)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক উমর ফারুক এবং আপেল মাহমুদ। এছারও আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল উলিপুর ডট কম।