|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ০৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে আটকের অভিযোগ
পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম-২২ বিজিব‘র অধীন মইদাম বিওপির ৯৭৭/৭ এস এর নো-ম্যান্সল্যান্ড এলাকা দিয়ে কামাল হোসেন এক বাড়ি থেকে ধান কিনে সেই ধানের বস্তা নিয়ে যাচ্ছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
➤ রাজারহাট ও উলিপুরে পৃথকভাবে উপবৃত্তি চালুর দাবিতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
আসন্ন বাজেটে স্বতন্ত্র ইবতদায়ী মাদরাসা শিক্ষকদের প্রয়োজনীয় বেতন বরাদ্দ ও শিক্ষার্থীদের বন্ধ করা উপবৃত্তি চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজারহাট ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। রবিবার (০৫ জুন) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসের সামনে ঘন্টাখানিক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করে ঐক্যজোটের নেতৃবৃন্দ। অপর দিকে উলিপুর উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উলিপুর শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন
➤কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
➤ উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এ স্লোগানকে সামনে রেখে উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার (০৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে ফুটবল চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকাদের বিভাগে ভূরুঙ্গামারী একাদশ এবং বালকদের বিভাগে কুড়িগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।