।। উপজেলা প্রতিনিধি ।।
আসন্ন বাজেটে স্বতন্ত্র ইবতদায়ী মাদরাসা শিক্ষকদের প্রয়োজনীয় বেতন বরাদ্দ ও শিক্ষার্থীদের বন্ধ করা উপবৃত্তি চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজারহাট ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। রবিবার (০৫ জুন) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসের সামনে ঘন্টাখানিক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করে ঐক্যজোটের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজারহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক সাইফুর রহমান মন্ডল, সদস্য মহিদুল শেখ, শফিকুল ইসলাম মনি ও মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, ডাটা এন্ট্রিকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাসরাসার শিক্ষার্থীদের বন্ধকৃত উপবৃত্তি ও আর্থিক সুবিধা পূণরায় চালুকরণ এবং বাজেটে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় বেতন বরাদ্ধ দিয়ে মানবেতরভাবে জীবন যাপন করা শিক্ষকদের পাশে সরকারকে দাঁড়াতে হবে।
এদিকে উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর বারেটার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উলিপুর শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে আসা শিক্ষার্থী হাফিজুর রহমান, সুমাইয়া আক্তার, মাছুম বিল্লাহ, খাদিজা খাতুনসহ একাধিক শিক্ষার্থী জানান, আমরা সব সময় বাবা মায়ের টাকা দিয়ে খাতা কলম কিনতে পারি না। সরকার আমাদের উপবৃত্তি দিত, সেই টাকা দিয়ে আমাদের অনেক উপকার হত। কিন্ত হঠাৎ উপবৃত্তি বন্ধ করায় আমরা ঠিকমত লেখাপড়া চালাতে পারব না। পূণরায় উপবৃত্তি চালু করার জোর দাবি জানান এসব শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকত আলী, শিক্ষক নেতা আব্দুল জব্বার, আলেপ উদ্দিন, শফিকুল ইসলাম, আব্দুল হালিম, ফজলে কাদের, হুমায়ুন কবির, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উপবৃত্তি চালু রাখার জন্য সরকারের প্রতি বক্তারা জোর দাবি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।