|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ০৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় আরেক ট্রাকের হেলপার নিহত
উলিপুরে পারিবারিক কলহের জেরে শনিবার (০৪ জুন) সকাল ৭টার দিকে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গম ব্রহ্মপুত্র নদের বাবুর চর এলাকায়।
➤ উলিপুরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননীর আত্মহত্যা
উলিপুরে পারিবারিক কলহের জেরে শনিবার (০৪ জুন) সকাল ৭টার দিকে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গম ব্রহ্মপুত্র নদের বাবুর চর এলাকায়।
➤ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শরিফুল ইসলাম শরিফকে সভাপতি ও সোলায়মান গাদ্দাফীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এক বছরের জন্য কমিটির অনুমোদন দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। ৪ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি কামরুজ্জামান কাজল ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ।
➤ রৌমারীতে মাদ্রাসার ছাত্রকে গলাকেটে হত্যা চেষ্টা
রৌমারী উপজেলায় রৌমারী ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র হাবিবুর রহমান (১৫) কে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হাবিবুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্প পাড়ার তারা মিয়ার ছেলে।
➤ উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ
উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
➤ কুড়িগ্রাম হরিজন জেলা কমিটি গঠন
হরিজন (বাঁশফোর) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুন) সকালে কুড়িগ্রাম পাওয়ার হাউজ হরিজন পল্লীতে জেলার ৯ উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ হরিজন (বাঁশফোর) কল্যাণ পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
➤ বিএনপি, জামায়াত ও ছাত্রদলের নৈরাজ্য প্রতিবাদে উলিপুরে আওয়ামী লীগের পৃথক বিক্ষোভ সমাবেশ
বিএনপি, জামায়াত ও ছাত্রদলের দেশবিরোধী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উলিপুরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।