।। নিউজ ডেস্ক ।।
হরিজন (বাঁশফোর) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুন) সকালে কুড়িগ্রাম পাওয়ার হাউজ হরিজন পল্লীতে জেলার ৯ উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ হরিজন (বাঁশফোর) কল্যাণ পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শ্রী নন্দলাল বাঁশফোরকে সভাপতি শ্রী মতিলাল বাঁশফোরকে সাধারণ সম্পাদক এবং শ্রী মিঠাই লাল বাঁশফোরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হরিজন (বাঁশফোর) কল্যাণ পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
অপরদিকে শ্রী স্বপন বাঁশফোরকে সভাপতি, শ্রী জয় বাঁশফোরকে সাধারণ সম্পাদক এবং শ্রী রিকিবাবু বাঁশফোরকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শ্রী জগলাল বাঁশফোরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনে উলিপুর উপজেলা থেকে আগত দীলিপ বাঁশফোর ও সুমন বাঁশফোর, নাগেশ^রী থেকে মিঠাই লাল ও নান্টু বাঁশফোর, রাজারহাট থেকে মান্না বাঁশফোর ও নেমুলাল বাঁশফোর, চিলমারী থেকে মুিনলাল বাঁশফোর ও লেবুলাল বাঁশফোর, ভূরুঙ্গামারী থেকে পেল্টু বাঁশফোর ও বিন্দালাল বাঁশফোর প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি শ্রী জগলাল বাঁশফোর জানান, দেশ এগিয়ে গেলেও আমরা কয়েক যুগ পেছনে রয়েছি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ উন্নয়ন ও সামাজিক মর্যাদা লাভে নিজেদেরকে সোচ্চার হতে হবে। আজ আংশিক কমিটি গঠন করা হলো, পরবর্তীতে পরিচিতি সভায় উপদেষ্টা কমিটি গঠন করা হবে।