।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ৩য় ধাপের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তম্মধ্যে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে এক নারীসহ দুই পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটককৃতদেরকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্র্দ করা হয়। তবে এ রিপোর্র্ট লেখা পর্যন্ত থানায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তয় ধাপের পরীক্ষায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসব অভিযোগে তাদের বহিষ্কার ও আটক করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে তাদের বহিস্কারসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুন) সকাল ১০টায় শুরু হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন জেলা শহরের কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কেন্দ্রের নারী পরীক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা রোল নং-৩৮২৬৫১৬ এবং কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অপর পরীক্ষার্র্থী তৌহিদুল হাসান রোল নং-৩৮৩২৬০৮ এ দুজন প্রার্থী মোবাইল ফোন ব্যবহার করায় কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করেন। তারা দুুজনই কেন্দ্রে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের ছবি তুলেছিলেন। একারণে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। তবে এ ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুুলিশ।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রশাসন তাদের আটক করে আমাদের দেয়। মামলা করবেন সংশ্লিষ্ট কেন্দ্র্র সচিবগণ। তবে সচিবদেরে কাছ থেকে অভিযোগ পেলে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা থেকে দুুপুুর ১২টা পর্যন্ত তয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলার ৪ উপজেলার ১২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।