|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ০২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে অপহরণ ৩ মাস ২০ দিন পর মরদেহ উদ্ধার ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
রৌমারীতে বিরোধের জেরে শালু মিয়া (৩৫) কে অপহরণের ৩ মাস ২০ দিন পর মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার বাঘেরহাটের দক্ষিন পাশের টেকানী গ্রামের জিন্জিরাম নদীর পাড় থেকে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করা হয়।
➤ ভূরুঙ্গামারীতে তিন বছরের কন্যা শিশুকে পুকুরে ছুড়ে ফেলার ঘটনায় পিতা আটক
ভূরুঙ্গামারীতে তিন বছরের কন্যা শিশুকে পুকুরে নিক্ষেপ করে এক পাষন্ড পিতা। এ ঘটনার পর অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি শনিবার (২৮ মে) ঘটলেও ১ জুন পাষন্ড ওই পিতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২ জুন) হত্যা চেষ্টার মামলা দায়ের করে ওই পিতাকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
➤ কুড়িগ্রামে পৌর মহিলা আওয়ামীলীগ কমিটি গঠন
পুরাতন কমিটি বিলুপ্ত করে কুড়িগ্রাম পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা মহিলা আওয়ামীলীগ কমিটি। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা কমিটির সভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার স্বাক্ষরিত এক পত্রে নবগঠিত আহবায়ক কমিটির তালিকা বৃহস্পতিবার (০২ জুন) গণমাধ্যম কর্মীরে কাছে হস্তান্তর করা হয়।
➤ দাম কমাও জান বাঁচাও শ্লোগানে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ভোটাধিকার ফিরিয়ে দাও, পরিবারের জন্য রেসনিং কার্ডসহ ন্যায্যমূল্যের দোকান চালুর দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা শহরে পথসভা ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে কুড়িগ্রাম কলেজ মোড় ও কেন্দ্রীয় শাপলা চত্বরে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।