|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মে ৩১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সকালে মুক্তি পেয়ে দুপুরেই কুড়িগ্রাম কারাগারে ফিরতে হল ভারতীয় ৫ নাগরিককে
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত ভারতীয় ৫ নাগরিক মঙ্গলবার (৩১ মে) সকালে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন । এরপর তাদেরকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের ভারতের চ্যাংড়াবান্ধায় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করাও হয়েছিলো। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাষ্ট্রীয় কাগজপত্র না পাওয়ার কথা জানিয়ে তাদেরকে নিতে অপারগতা প্রকাশ করে। ফলে দীর্ঘ সাজা ভোগের পর দেশে ফেরার স্বপ্ন অধরাই থেকে গেল এসব নাগরিকের।
➤ কুড়িগ্রামে খুন হওয়া বাপ্পির মরদেহ নিয়ে এলাকাবাসীর রাস্তা অবরোধ
কুড়িগ্রামের পৌর শহরে জলিল বিড়ি ফ্যাক্টরিতে সহকর্মীর হাতে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিকের হাতে খুন হওয়ার ঘটনায় হত্যাকারির শাস্তি ও বিচারের দাবীতে কুড়িগ্রাম – ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করছে এলাকাবাসী।
➤ রাজারহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরে সরকারের লাখ-লাখ টাকা আত্মসাতের অভিযোগ
সাইনবোর্ড বিহীন তিন তলা ভবনে রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়টি। ভিতরে প্রবেশ করে চিত্র দেখে কারোরই মনে হবে না এখানে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। যে যার মতই গল্প গুজবে ব্যস্ত সময় পার করছে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা। চলতি ২০২১-২২অর্থ বছরের বিউটি ফিকেশন এবং ফ্যাশন ডিজাইন কোর্সের ১৪ ও ১৫তম ব্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তিন মাস মেয়াদি বছরে ৪টি কোর্স অনুষ্ঠিত হয়। প্রতি কোর্সে সকাল ১০টা হতে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে ৫পর্যন্ত প্রশিক্ষণে ২টি ব্যাচে ১০০জন নারী উদ্যোক্তা অংশ নেয়।
➤দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে উলিপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
মঙ্গলবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুর উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির উদ্যোগে তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সকল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানোর জোর দাবী জানান।
➤ কুড়িগ্রামে এসইআইপি প্রকল্পের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বাস্তবায়িত প্রকল্পটির সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে এ কর্মশালা আয়োজন করা হয়।