।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বাস্তবায়িত প্রকল্পটির সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে এ কর্মশালা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মো. রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সোশ্যাল মার্কেটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য নিযুক্ত প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন পরামর্শক মোহাম্মদ আব্দুল মান্নান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো: মুনজুর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী রেজা, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মাহফুজার রহমান খন্দকার, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সমাজের অনগ্রসর শ্রেণির প্রতিনিধিসহ মোট ৪০ জন প্রতিনিধি।
অনুষ্ঠানে এসইআইপি প্রকল্পের দক্ষতা প্রশিক্ষণের বিষয়, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ, প্রশিক্ষণের ক্ষেত্রসমূহ, প্রশিক্ষণের সুবিধাদি, প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকুরিপ্রাপ্তিতে সহযোগিতাসহ প্রশিক্ষণে অগ্রাধিকার প্রদানের বিষয়গুলো সম্পর্কে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে সবাইকে আহ্বান জানানো হয়।