|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ৩০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ৩টি অবৈধ ক্লিনিক সিলগালা
কুড়িগ্রামে অবৈধ ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (২৯ মে) দুপুরে জেলা শহরে অবস্থিত এসব প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্যবিভাগ। এতে শহরের নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার, নিউ বন্ধন ডায়াগনস্টিক সেন্টার ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের এ তিনটি প্রতিষ্ঠান তাদের বৈধ লাইসেন্স না থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
➤ রাজীবপুরে ৫ জুয়াড়ি আটক
রাজীবপুর উপজেলায় তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
➤ রাজারহাটে পরিত্যক্ত অবস্থায় গুলি ও ম্যাগাজিন উদ্ধার
রাজারহাটে রাস্তার উপর পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার করেছে পুলিশ। রাজারহাট উপজেলার হরিচরণ এলাকা থেকে রোববার (২৯ মে) রাত ১২টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের ওপর থেকে এসব উদ্ধার করে পুলিশ।
➤ কুড়িগ্রামে জলিল বিড়ির কারখানায় শ্রমিকদের দ্বন্দ্বে নিহত ১
পৌরশহরের জলিল বিড়ি কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২২) এর বিরুদ্ধে। নিহত বাপ্পি পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সোমবার (৩০ মে) বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে।
➤ কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগারের উদ্বোধন
কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে জেলা সদরের মুক্তারাম এলাকায় এ বীর প্রতীকের বাসভবনে গণগ্রন্থাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
➤ উলিপুরে দোকান ঘর জোড়পূর্বক দখলের অভিযোগ
উলিপুরে দোকান ঘর জোড়পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। হালিমা বেগম নামে ওই নারী তার আপন ভাই মিজানুর রহমান গংদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। ঘটনাটি উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকায়।