|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মে ২৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা
উলিপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের অর্থায়নে, দি হাঙার প্রজেক্টের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
➤ রৌমারীতে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকরা মজুরি পাননি
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির (মঙ্গা) প্রকল্পের ১৩২ জন শ্রমিক মজুরির টাকা পাননি। শনিবার (২৮ মে) সকালে বন্দবেড় ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায়, ২০২২ অর্থবছরে উপজেলার বন্দবেড় ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি (মঙ্গা) প্রকল্পের আওতায় প্রথম দফায় ৪০ দিনের জন্য মোট ৪৮০ জন শ্রমিক কাজ করেন।
➤ ফুলবাড়ীতে খালে ডুবে শিশুর মৃত্যু
ফুলবাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে আবু ছাহিদ রাফিন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বজরের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
➤ ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তি কারাগারে
ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ শরীয়ত আলী (৪০) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।