বর্ডার গার্ড বাংলাদেশ ৯৯তম ব্যাচের সিপাহি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সকল জেলা থেকে সিপাহি (জিডি) পদে লোকবল নিয়োগ দেবে বিজিবি। পুরুষ এবং নারী-উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ জুন, ২০২২ তারিখের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
পদের নামঃ সিপাহি (জিডি)
পদ সংখ্যাঃ নির্ধারিত না। পুরুষ/নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০ টাকা। সঙ্গে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতাঃ পুরুষের দৃষ্টিশক্তি ৬/৬, শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৮৯৫ কেজি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি), বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৩০ ইঞ্চি) ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৩২ ইঞ্চি)।
নারীদের দৃষ্টিশক্তি ৬/৬, শারীরিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফুট), ওজন ৪৭.১৭৩ কেজি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি), বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
বয়সঃ ১১-১১-২০২২ তারিখে বয়স ১৮-২৩ বছর (জন্মতারিখ ১২-১১-১৯৯৯ থেকে ১১-১১-২০০৪ এর মধ্যে হতে হবে)।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজিবি’র ওয়েবসাইটে www.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্রঃ বাংলাদেশ বর্ডার গার্ড