|| নিউজ ডেস্ক ||
আজ শনিবারে, মে ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা এটি আর নেই
উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও পৌর আওয়ামী লীগ নেতা আবু তাহের খায়রুল হক এটি(৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ মে শুক্রবার সৌদি আরব প্রবাসকালীন সময়ে এটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শনিবার (২৮ মে) সকাল ১০ টায় উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে তাকে জোনাইডাঙ্গার জান্নাতুল মাওয়া কবর স্থানে দাফন করা হয়।
➤ কুড়িগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ
কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শতাধিক দুস্থ শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদের সহায়তায় বিদ্যালয় মাঠে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল ও সেমাই বিতরণ করা হয়।
➤ চিলমারীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, সমঝোতায় তৎপর প্রভাবশালীরা
চিলমারী উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরের (১৪) বিরুদ্ধে। শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার রমনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাত্রখাতা এলাকার মাঝি পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অসুস্থ্য হয়ে পড়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শিশুটির পরিবার। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা জোর তৎপরতা শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।