|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মে ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীর মা ও শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার
রৌমারীতে মা ও শিশুকে জবাই করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ ২ জনকে গ্রেফতার করেছে রেপিড একশন ব্যাটালিয়ন জামালপুর ১৪। বুধবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রৌমারী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান রেপিড একশন ব্যাটালিয়ন ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দাগ্রামের জাকির হোসেন ওরফে জফিয়াল (২৮) ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া (৪৩)।
➤ বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ভুরুঙ্গামারীর ২ দোকানিকে জরিমানা
ভুরুঙ্গামারীতে বাজার তদারকি অভিযানে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে ফেলে বেশি মূল্যে বিক্রি করা এবং অবৈধভাবে মজুত করে রাখার অপরাধে এ জরিমানা করা হয়। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার থানাঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
➤ ভূরুঙ্গামারীতে অটিজম বিষয়ক কর্মশালা
ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল্যাটিজ সংক্ষপে (ঘঅঅঘউ) এর আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।