ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংকে ০৩টি পদে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংকে ০৩টি পদে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ০১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর
পদের বিবরণঃ
১) পদের নাম- সিনিয়র প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৫)।
পদসংখ্যা- ২৪টি ।
বেতন- টাঃ ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুইটি পরিক্ষায় প্রথম বিভাগ/শ্রেণী অথবা এই সমমানের কোনো সিজিপিএ থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরের পর্যায়ে নূন্যতম সিজিপিএ ২. ৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নূন্যতম সিজিপিএ ৩. ২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা এই সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল অফিসার বা সম্মান ও প্রকৃতির কোন পদে অন্যূন ৩ বছরের চাকরিসহ সর্বমোট ৮ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নাম- সিস্টেম এনালিস্ট (গ্রেড-৫) ।
পদসংখ্যা- ১টি ।
বেতন- টাঃ ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় , ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা এই সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কোন স্বীকৃত প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট প্রোগ্রামার হিসেবে অন্যূন ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
৩) প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৬)
পদসংখ্যা- ১০১ টি
বেতন- টাঃ ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুইটি পরিক্ষায় প্রথম বিভাগ/শ্রেণী অথবা এই সমমানের কোনো সিজিপিএ থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরের পর্যায়ে নূন্যতম সিজিপিএ ২. ৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নূন্যতম সিজিপিএ ৩. ২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা এই সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার বা সমমান ও প্রকৃতির কোন পদে অন্যূন ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।
সূত্রঃ প্রতিষ্ঠান ওয়েবসাইট