।। নিউজ ডেস্ক ।।
শুক্রবার (২০ মে) ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের দিকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চলমান অবস্থায় রেল লাইনের ওপরে ট্রেনে একটি গাছ উপড়ে পড়ায় নির্ধারিত সময়ের সাড়ে ৪ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম এসে পৌঁছায়। এতে ঢাকাগামী কুড়িগ্রামের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। পরে সকাল ৭টা ২০মিনিটে ছেড়ে যাওয়া ট্রেন দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা চলে যায়।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ট্রেন বিলম্বে আসার খোঁজ নিয়ে জানেন, বগুড়ার সান্তাহার ও জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনের কাছের এলাকায় বট গাছসহ দুটি বড় গাছ ঝড়ে উপড়ে রেলপথের ওপর পড়ে। এতে শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা পথিমধ্যে থেমে যায়। পরে রেলপথ থেকে রেলকর্তৃপক্ষ গাছ কেটে সরিয়ে নিলে বিলম্বে পুনরায় ট্রেনটির যাত্রা শুরু হয়।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাসুদ রানা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে না দেয়ায় গন্তব্যে পৌঁছতে দেরি হবে। রবিবার (২২ মে) অফিস করতে পারবো না। তবে এরকম অভিযোগ প্রায় ট্রেনের সব যাত্রীর।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে বুধবার ছাড়া আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ২০মিনিটে কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে পৌঁছায়। আবার কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৪৫মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬ টা ১৫মিনিটে কুড়িগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছে যা সকাল ৭টা ২০মিনিটে ছেড়ে যায়।