|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, মে ২০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে তিস্তার ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়ি-ঘর
উলিপুরে তিস্তার নদীর তীব্র ভাঙন শুরু হলেও পাউবো হাত গুটিয়ে বসে আছেন। গত এক সপ্তাহের ব্যবধানে অব্যাহত ভাঙনে দলদলিয়া ইউনিয়নের অর্জুন ও লালমসজিদ এলাকার প্রায় ১০টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
➤ চিলমারীতে ৩২ বছর আগে নির্মিত ব্রীজ এখন মরণ ফাঁদ
চিলমারী উপজেলার বালাবাড়ি হাট গ্রাম উন্নয়ন কেন্দ্র সংলগ্ন এলাকার একটি ব্রীজ দীর্ঘদিন থেকে বেহাল দশা। ওই এলাকার লাখ লাখ মানুষের জন্য এটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রায় ৩২ বছর আগে নির্মিত এ ব্রীজটির এখন চরম বেহাল দশা। ওই ব্রীজের দুই পাশের মাটি সরে গিয়েছে, ভেঙ্গে গেছে ব্রীজের রেলিং, অনেক জায়গায় বের হয়ে এসেছে লম্বা লম্বা রড, দেবে গেছে সদ্য তৈরি গাইট ওয়াল ও পিচিং ব্লক। কিন্তু নেই সংস্কার কিংবা নতুন করে নির্মাণের উদ্যোগ।
➤ কুড়িগ্রামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক আটক
দাতা সংস্থার মাধ্যমে গৃহনির্মাণ ও গরু বিতরণের কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চ ল কুমার রায় (৩৩) নামে এক প্রতারককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে ঢাকার আশুলিয়া থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে শুক্রবার (২০ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক চ ল কুমার রায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিকুঞ্জ কুমার রায় ও চন্দনা রানী রায়ের ছেলে।
➤ ভূরুঙ্গামারীতে নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো পুকুরে
ভুরুঙ্গামারীতে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মে) সকালে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট রেলওয়ে সড়কের উত্তরে তারিকুল ইসলামের নির্মাধীন বিল্ডিংয়ের পাশে পুকুর থেকে কুদ্দুস আলী(৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। মৃত কুদ্দুস আলী মাহিগঞ্জ চান্দুনীয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।
➤ উলিপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফুটবল খেলা অনুষ্ঠিত
উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফুটবল খেলা শুক্রবার (২০ মে) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে দুর্গাপুর ইউনিয়ন একাদশ ৩-২ গোলে ধামশ্রেনী ইউনিয়নকে পরাজিত করে।