|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মে ১৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু
কুড়িগ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে জেলা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ।
➤ কুড়িগ্রামের বিভিন্ন সড়কে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ, ভোগান্তিতে পথচারী
কুড়িগ্রাম সদর উপজেলা, রাজারহাট, উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী উপজেলার বিভিন্ন সড়কে বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে পুরোদমে। এই চিত্র সবচেয়ে বেশি দেখা গেছে গ্রামীণ সড়কগুলোতে। তবে ভয়াবহ চিত্র দেখা গেছে রৌমারী উপজেলায়। কাটা-মাড়াইয়ের জন্য এলাকাবাসীদের রাস্তা দখলের প্রতিযোগিতা যেন।
➤ রৌমারীতে সরকারি ভাবে ধান চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন
রৌমারী উপজেলায় সরকারি ভাবে বোরো ধান, চাউল ও গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুলস্ন্যাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে ক্রয় কার্যক্রমের এর শুভ উদ্বোধন করেন।