|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ১৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত
চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মীরা। সোমবার (১৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করা হয়।
➤ উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুর পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরের পৌরসভার আব্দুল হাকিম ডারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের জুয়েল হাসানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
➤ শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন
‘কাছের মানুষ কাছে থাক, বদলির আদেশ ফিরে যাক’ এই শ্লোগানে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) বেলা ১২টায় কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
➤ উলিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেল নির্বাহী অফিসার বিপুল কুমার।
সকালে বেগমগঞ্জ ইউনিয়ন একাদশ খেলায় অংশগ্রহণ না করায় পান্ডুল ইউনিয়ন একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়। দুপুরে দুর্গাপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে দলদলিয়া একাদশ ও উলিপুর পৌরসভা একাদশ ৭-০ গোলে থেতরাই ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
উল্লেখ্য, রোববার (১৫ মে) বুড়াববুড়ি ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে ৩-১ গোলে সাহেবের আলগা ইউনিয়ন একাদশ ও ধামশ্রেনী ইউনিয়ন একাদশ ২-০ গোলে হাতিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।