|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মে ১৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছে উলিপুর পাট অফিস
উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর এই অনিয়মের সাথে উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দুলাল চন্দ্র দাস জড়িত বলে জানা গেছে। পাট চাষিদের জন্য বরাদ্দকৃত বীজ ও সার কৃষকদের না দিয়ে লাগামহীন দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই কর্মকর্তা।
➤ ফুলবাড়ীতে এক গুচ্ছগ্রামে দুই জেলার মানুষ
ফুলবাড়ীতে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ। পারস্পারিক সমঝোতায় একসাথে বসবাস করলেও আনুষ্ঠানিকভাবে বরাদ্দ না পাওয়ায় হতাশ বহিরাগত জেলার পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডপ গুচ্ছগ্রামে।
➤ কুড়িগ্রামে চড়া মজুরীতে ধান কাটছেন কৃষকরা, ধান বিনষ্টের আশংকা
গত তিনদিনের বৃষ্টিতে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নে জলমগ্ন হয়ে পরেছে শত-শত বিঘা আধাপাকা বোরো ধান। এসব ইউনিয়নের নদী অববাহিকায় এবং মরা খাল সংলগ্ন এলাকার জলমগ্ন থাকা পাকা ধানগুলোর অর্ধেকটা এখন চিটা হয়ে গেছে। বিপাকে পরে বাধ্য হয়েই চড়া মুজুরী দিয়ে সেই আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষক।
➤ ফুলবাড়ীতে নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীতে ৯৭ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ নুর ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) দুপুরে গ্রেফতারকৃত কারবারিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
➤ উলিপুরে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত
উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত খেলায় তবকপুর ইউনিয়ন একাদশ ৩-০ গোলে গুনাইগাছ ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
➤ ফুলবাড়ীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
ফুলবাড়ীতে স্কুলপড়ুয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মে) সকালে ফুলবাড়ী থানায় অপহরণে জড়িত রেজাউল ইসলাম রাজুসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন নিখোঁজ শিক্ষার্থীর পিতা।