|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মে ১৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করা হয়।
➤ কুড়িগ্রামে ‘বাংলাদেশ আদর্শবাদী দল’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কুড়িগ্রামে ‘বাংলাদেশ আদর্শবাদী দল (বি.আই.পি)’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) বিকাল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা এবং দল গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান।
➤ উলিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয়নি রাষ্ট্রীয় শোক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ খান নাহিয়ানের ইন্তেকালে ১৪ মে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালনের নির্দেশনা জারি করা হলে তা মানেনি উলিপুরের বিভিন্ন অফিস, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা সঠিক কোন তথ্য দিতে পারেনি।
➤ কুড়িগ্রামে ২ দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
করোনা পরবর্তী শিশুদের মানসিক বিকাশে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।