।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ খান নাহিয়ানের ইন্তেকালে ১৪ মে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালনের নির্দেশনা জারি করা হলে তা মানেনি উলিপুরের বিভিন্ন অফিস, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা সঠিক কোন তথ্য দিতে পারেনি।
সরেজমিনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উলিপুর সরকারি কলেজ, উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদরাসা সহ অনেক প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করেছেন।
এদিকে জাতীয় পতাকা অর্ধনমিতের নামে দায় সাড়া ভাবে ভাঙা পঁচা বাশেঁর খুটির মাঝখানে টাঙিয়ে দিয়েছে এনআরবিসি ব্যাংক ও এসকেএস ফাউন্ডেশন উলিপুর ব্রাঞ্চ, টিএমএসএস উলিপুর শাখা ও আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিক প্রবেশের পর সাংবাদিকের নিকট শুনে অফিসের সিকিউরিটি গার্ড সোহেল রানা জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নেন।
এছাড়াও সাব-রেজিস্ট্রার কার্যালয়, উলিপুর পোস্ট অফিস, সোনালী ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাক, উলিপুর ব্র্যাক এলাকা অফিস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, গ্রামীণ ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, আশা উলিপুর আঞ্চলিক কার্যালয়, উদ্দীপন একেবারেই উড়েনি জাতীয় পতাকা।
অথচ নির্দেশনায় বলা হয়েছে, ১৪ মে বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও তাঁর রুহের মাগফেরাতের জন্য ১৪ মে শনিবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রেজওয়ানুর হক জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তা অস্বীকার করে বলেন, সকালেই অর্ধনমিত করার কথা অফিসে এখনো লোক আছে। আপনি এমন করে অভিযোগ করলে কি আর করার।
উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুর রহমান খোকন বলেন, দুঃখিত এ ব্যাপারে জানা ছিল না। আমি এখনি জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, এ নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো প্রমাণিত হলে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করা হবে।