|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মে ১১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে দুই কোটি টাকা আমানত নিয়ে উধাও বিকিরণ কোম্পানি
কুড়িগ্রাম শহরে বিকিরণ কমার্স এন্ড বিজনেস লিমিটেড নামে একটি ভুঁইফোড় কোম্পানির বাহারি প্রচারণা আর শরীয়তি লেবাসে আকৃষ্ট হয়ে প্রায় ২ কোটি টাকা খুঁইয়ে প্রায় দেড়শ’ গ্রাহক সর্বশান্ত হয়েছেন। শরীয়াভিত্তিক ব্যবসায় হালাল মুনাফা পাওয়ার আশায় সর্বম্ব বিনিয়োগ করে এখন প্রতারণার ফাঁদে পড়ে তারা হা-হুতাশ করছেন।
➤ কুড়িগ্রামে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে করোনা পরবর্তী নারী ও শিশুদের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্তকরণে সচেতনতামূলক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (১১ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
➤ কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অণূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেয় বেলগাছা ইউনিয়ন পরিষদ বনাম ঘোগাদহ ইউনিয়ন পরিষদ। বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।