|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ০৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা
ধর্ষণের শিকার কলেজছাত্রী বলেন, মামুন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই। তা না হলে আমি আত্মহত্যা করব।
➤ কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন
কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রচ্ছদ কুড়িগ্রাম মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
➤ চিলমারীতে হত্যা মামলায় ৪ ভাইসহ ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড
চিলমারীতে হত্যা মামলায় ৮জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড দিয়েছে জেলা জজ আদালত। দীর্ঘ ১৮ বছর পর সোমবার (৯ মে) দুপুরে মামলার রায় প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান। দন্ডাদেশ প্রাপ্ত ৮ আসামীকে রায় শেষে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
➤ কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকটের কিছুটা উন্নতি
ঈদের পরবর্তী জ্বালানি সরবরাহ না থাকায় কুড়িগ্রামে তীব্র পেট্রল সংকট দেখা দিলেও সোমবার (৯ মে) সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার (৮ মে) রাতে পাম্পগুলোতে কিছুটা তেলের যোগান আসায় পেট্রল পেতে শুরু করেছে মোটরযানের চালকরা। তবে এখন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। রাতে বাকী লরিগুলো আসলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন পাম্প মালিকরা।