।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (মে ০৭) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। সজীব দত্তের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পরিমল মজুমদার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা বেগম, ধরনীবাড়ি ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সিনিয়র প্রভাষক সফিউল আনমসহ শিক্ষক,অভিভাবক, ছাত্র-ছাত্রি ,কাজি ও এনজিও প্রতিনিধিগণ।
তারুন্যের কন্ঠ অনুষ্ঠানটি ৭ বছর ধরে সারাদেশে বাল্যবিবাহের উপর সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা.স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করছেন। তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি আগামী ১৪ মে শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজে প্রচারিত হবে।
//নিউজ/উলিপুর//মালেক/মে/০৭/২২