|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মে ০২ , ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামের দোকানগুলোতে চলছে শেষ মূহুর্তের বেচাকেনা
‘এই টুপি লাগে টুপি, এই আতর লাগে আতর’ এমন মুহুর্মুহু ডাকে এখন ভারি হয়ে উঠেছে কুড়িগ্রামে ঈদের শেষ সময়ের কেনাকাটার বাজার। পথের ধারে টেবিল ভর্তি টুপি আর নানা সুবাসিত আতরের দোকান নিয়ে বসেছে আব্দুল মতিন। আব্দুল মতিনের মতো সকল ব্যবসায়ীদের জন্য ঈদ যেন এক ক্ষণিকের বারতা নিয়ে এসছে। চোখ-মুখে এক পরিতৃপ্ততা নিয়ে আব্দুল মতিন বলেন, “এবার ঈদত যদিও আগের নাহান বেচাকেনা নাই তারপরও গত দুই ঈদের চিয়েও ভালে বেচবানাইগছি ভাই তোমার গুলের দোয়ায়”।
➤ উলিপুরে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণে নেয়া হয়েছে অনিয়ম, দুর্নীতি আর কৌশল। চেয়ারম্যানের মদদে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি সদস্যরা যে যার মতো ভিজিএফ এর চাল উত্তোলন করে করে যেখানে সেখানে নিজেদের পছন্দমত লোকদের মাঝে চাল বিতরণ করছেন। ফলে প্রকৃত হতদরিদ্ররা বঞ্চিত হয়েছে। শুধু তাই নয় চালও ছিল তিন ধরনের। চিকন, মোটা ও পোকা ধরা নিম্নমানের চাল। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
➤ উলিপুরে জমে উঠেছে ঈদের বাজার, স্বস্তিতে ব্যবসায়ীরা
উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস মাঠে।
➤ উলিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ
ঈদের বাকি এক দিন। ইতিমধ্যে জমে উঠেছে উলিপুরের ঈদ বাজার। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী – বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোদ-বৃষ্টি ও গরম উপেক্ষা করে পরিবার-পরিজনদের জন্য নতুন পোশাক কিনতে বিপণী-বিতানগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ বছর রোজার শুরু থেকে মার্কেটগুলো খোলা থাকায় গত দুই বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে, পুরো রমজান মাস জুড়ে মার্কেট খোলা থাকায় ধীরেসুস্থে কেনাকাটা করতে পারছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা – বিক্রেতারা।
➤ কুড়িগ্রামে ধরলা সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্ব পাড়ের নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।