|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ১৫দিন ব্যাপি বৈশাখী মেলা
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিসিকের উদ্যােগে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ১৫দিন ব্যাপি বৈশাখী মেলা। শিশুদের জন্য বিভিন্ন বিনােদনসহ ৪০টি স্টলে উদ্যােক্তরা তাদের পণ্যের পশরা সাজিয়েছেন। বৃহস্পতিবার (এপ্রিল ২৮) বিকালে মেলার উদ্বােধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মােহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, বিসিকে’র সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।
➤ উলিপুরে নলকূপের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে নলকূপের গর্তের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাদিয়া। বৃহস্পতিবার (এপ্রিল ২৮) বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়নের পুরিরপটল গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বজন সুত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হাসানের কন্যা সাদিয়া সকালে পুরিরপটল গ্রামে নানা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বাড়িতে ইদ করার জন্য আসে। সাদিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর বাড়ির নলকূপের গর্তের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার মৌনী সেন গুপ্ত তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
➤ উলিপুরে দরপত্রের লটারির ফলাফল পরিবর্তনের অভিযোগ
উলিপুরে দরপত্রের লটারির ফলাফল পরিবর্তনের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) কুড়িগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালতে মেসার্স অর্ক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আবু বক্কার সিদ্দিক স্পেশাল পিটিশনে অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী অ্যাড. সাইদুর রহমান সাইদ।