|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, এপ্রিল ২৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে প্রতিপক্ষকে মারতে গিয়ে দোকানের গ্লাসে পা কেটে যুবকের মৃত্যু
ফুলবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্লাসে পা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আবু তালেব নামে একজন পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) বিকালে নেওয়াশি বাজারে নিহত তাজুলের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের সাথে একই ইউনিয়নের নজর মামুদ খন্দকার পাড়ার ইব্রাহীম আলীর ছেলে আবু তালেব (৩৫)-এর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। হাফিজুরের সাথে হাতাহাতির খবর শুনে নিহত তাজুল ইসলাম উত্তেজিত হয়ে ছুটে আসেন। এ সময় দোকানের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় তালেবের সাথে। এক পর্যায়ে তাজুলের লাথি লাগে দোকানের গ্লাসে। এতে তার পা কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন।
➤ উলিপুরে কালভার্টের মুখে ময়লা-আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ বন্ধ
উলিপুর পৌরশহরে একটি কালভার্টের মূখে ময়লা-আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ বন্ধের ঘটনা ঘটেছে। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের ফলে পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।
➤ উলিপুরে মুক্তিযোদ্ধা সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস মাঠে।
➤ উলিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ
উলিপুরে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি টিনের বেড়া দিয়ে দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে বিজয়রাম তবকপুর গ্রামে।
➤ রৌমারী ও রাজীবপুরে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লন্ডভন্ড, গাছচাপায় নারীর মৃত্যু
রৌমারী ও রাজীবপুর উপজেলার যাদুরচর, বন্দবেড়, কোদালকাটি, মোহনগঞ্জ ও রাজীবপুর সদর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলা বৃষ্টিতে কয়েক শত বসতবাড়ি ক্ষতিগ্রস্তসহ আম, কাঁঠালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় রৌমারীর শিবেরডাংগি এলাকায় গাছ চাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সুফিয়া উপজেলার শিবেরডাংগি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।