।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরশহরে একটি কালভার্টের মূখে ময়লা-আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ বন্ধের ঘটনা ঘটেছে। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের ফলে পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত কয়েক বছর আগ থেকেই উলিপুর পৌর শহরের কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর বাসস্টান্ড সংলগ্ন একটি কালভার্টের পানি প্রবাহের মুখে স্থানীয় ব্যবসায়ীদের খামখেয়ালিতে বাজারের ময়লা-আবর্জনা ফেলায় ইতোমধ্যে কালভার্টের দু’পাশে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।যার কারণে আশপাশ এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
এ ব্যাপারে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু জানান, পানি প্রবাহের পথ কেউ বন্ধ করতে পারেন না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
//নিউজ/উলিপুর//জাহিদ/এপ্রিল/২৭/২২