|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুশান্ত (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।
➤ উলিপুরে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে অডিটরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
➤ কুড়িগ্রামে ৩য় দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ভূমিহীন পরিবার
কুড়িগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬১৩টি ভূমিহীন পরিবারের কাছে জমির দলিলসহ আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তৃতীয় দফায় মঙ্গলবার (২৬ এপ্রিল) কুড়িগ্রাম সদরে ৮২, নাগেশ্বরীতে ১৩০, ভূরুঙ্গামারীতে ৭৯, ফুলবাড়ীতে ১৬২, রাজারহাটে ১৫০ উলিপুরে ১৮০, চিলমারীতে ২৭০, রৌমারীতে ৫৫ ও চর রাজীবপুরে ১১১টি ভূমিহীন পরিবার উপহার হিসেবে ঘর ও জমির দলিল বুঝে নেন।
➤ চার বছরের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন জাকির হোসেন
চার বছরের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জাকির হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।