|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, এপ্রিল ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুর পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠিত
উলিপুর পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮১ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারে মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। সোমবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার আয়োজনে পৌর অফিসে চাল বিতরণ করা হয়।
➤ উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছেন ৬৩১ পরিবার
কুড়িগ্রামে সোমবার (২৫ এপ্রিল) ভুমিহীন ও গৃহহীন ৬৩১টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও বাড়ি প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে দুই দফায় ২৬৩৯টি পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হয়েছে।
➤ উলিপুরে ভাটার আগুনে পুড়ে গেছে কৃষকদের স্বপ্ন
উলিপুরে তবকপুর ইউনিয়নের ডম্পোর মোড় এলাকায় দহবন্দ বিলে ধার দেনা করে শ্যালো মেশিনে ৫ বিঘা জমিতে বোরোধান বুনেছিলেন হায়দার আলী দম্পতি। আশা করেছিলেন, পরিবারের সদস্য ও গবাদিপশু পালন করে এই ফসল থেকে ভালোভাবে দিন কাটাবে একটি বছর। কিন্তু শনিবার (২৩ এপ্রিল) ইট ভাটার আগুনের তাপে তার আবাদি জমির পুরো বোরোধান পুড়ে গেছে। তীরে এসে তরি ডুবে গেল কৃষক হায়দার আলীর স্বপ্ন।