|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, এপ্রিল ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ বাংলাদেশের পুষ্টি পরিস্থিতিতে এখনো পিছিয়ে কুড়িগ্রাম জেলা
পুষ্টি সমন্বয় কমিটির সভায় বিডিএইচএস ও ২য় জাতীয় পুষ্টি পরিকল্পনার বরাদ এবং ন্যাশনাল স্টাটাসে দেখা যায়, ৫বছরের কম বয়সী খর্বকায় বা বয়সের তুলনায় খাটো শিশুর যেখানে বাংলাদেশের মোট গড় ২৮ভাগ সেখানে কুড়িগ্রাম জেলার মোট গড় ২৯ভাগে। কৃষকায় বা উচ্চতার তুলনায় কম ওজনে সারাদেশের গড় হল ১০ভাগ, সেখানে কুড়িগ্রাম জেলার গড় ১৩ভাগ। অপরদিকে কম ওজন বিশিষ্ট বা বয়সের তুলনায় কম ওজন শিশুর বাংলাদেশের মোট গড় ২৩ ভাগ হলেও সেখানে কুড়িগ্রাম জেলার অবস্থান উন্নতি হয়েছে, এখানে শিশুর গড় হল ১৮ভাগ।
➤ রাজারহাটে চালু হল কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র
রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নে চালু হল কৃষি ভিত্তিক পরামর্শ সেবা কেন্দ্র আইফার্মার সেন্টার। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের সরিষাবাড়ী বাজারে সেন্টারের উদ্বোধন করেন বেসরকারি কৃষি ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আইফার্মার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ।
➤ কুড়িগ্রামে এখনো জমে উঠেনি ঈদের বেচাকেনা
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে প্রায় ১মাস ধরে চলছে বৃষ্টি। ঈদকে ঘিরে রমজানের আগে থেকেই কাপড়, তৈরি পোশাকসহ নানা ব্যবহার্য জিনিসের পশরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু জিনিসপত্রের চড়া দামের কারণে এখনো জমে উঠেনি ঈদের বাজার।