।। উপজেলা প্রতিনিধি ।।
রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নে চালু হল কৃষি ভিত্তিক পরামর্শ সেবা কেন্দ্র আইফার্মার সেন্টার। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের সরিষাবাড়ী বাজারে সেন্টারের উদ্বোধন করেন বেসরকারি কৃষি ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আইফার্মার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার, হেড অব অপারেশন ফরহাদ জুলফিকার রাসেল, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মালেক প্রমুখ।
আইফার্মার সেন্টারের মূল উদ্দেশ্য হল স্থানীয় কৃষকদের সার্বিক সমস্যা সমাধানে কেন্দ্র বিন্দু হিসেবে কাজ করা। যাতে কৃষি বিষয়ক যে কোন সমস্যা সমাধানে স্থানীয় কৃষকরা নিকটস্থ আইফার্মার সেন্টারে গিয়ে প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহন করতে পারে। এছাড়াও এই সেন্টারের মাধ্যমে কৃষকদের আর্থিক পরামর্শ, আবহাওয়া ও জলবায়ু সহনশীল আপডেট তথ্যাদি প্রদান, আধূনিক প্রযুক্তি ও শষ্য উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত পরামর্শ প্রদান করা হবে। এই কেন্দ্রে সাপ্লাই চেনের মাধ্যমে কৃষকদের শষ্য বাজারে প্রবেধিকারকরণে সহযোগিতা করবে।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক আকবর আলীকে ১লক্ষ ৬০হাজার টাকা মূল্যের একটি পাওয়ার ট্রিলার এবং দুজন কৃষাণিকে ৬৫ হাজার টাকা মূল্যের দুটি গরু মোটাতাজাকরণের জন্য বিতরণ করা হয়। দুই মৌসুমে কৃষকদের লভ্যাংশের ১০ভাগ আইফার্মারকে দিতে হবে।