|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
রৌমারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। এর জেরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রীরা।
➤ ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ভুরুঙ্গামারীতে অটো রিকশার চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজা খাতুন (১৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ধামের হাট বাজার সংলগ্ন মাইদুল ইসলাম বাবুর স্ত্রী।
➤ উলিপুরে সংস্কারের নামে কাটা হচ্ছে ৫ কোটি টাকার বাঁধ
উলিপুরে কিছুতেই অবৈধ বালু-মাটি বিক্রির ব্যবসা বন্ধ করা সম্ভব হচ্ছে না। চরের বালু বিক্রির পর এবার শুরু হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটার পালা। তবে দীর্ঘদিন ধরে একটি চক্র বাঁধের রাস্তা কেটে আসলেও কিছুই জানেনা পানি উন্নয়ন বোর্ড। ফলে বর্ষা মৌসুমে কয়েক কোটি টাকার বাঁধ রাস্তাটি ভেঙে অনায়াসে লোকালয়ে পানি ঢুকে মানুষের অবর্ণনীয় কষ্টের কারণ হবে বলে মনে করেন স্থানীয়রা।
➤ ফুলবাড়ীতে ৫ বছর ধরে উল্টে আছে সেতু, ড্রামের ভেলায় খাল পারাপার
ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের হাজারো গ্রামবাসী অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্ন জাগানো একটি সেতু পেয়েছিল। কিন্তু তিন মাসের মধ্যেই তা উল্টে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এতে বিরতিহীনভাবে ভোগান্তি সহ্য করে ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় খাল পারাপার হচ্ছে গ্রামবাসীরা।