|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, এপ্রিল ১৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত ১, আহত ৫
উলিপুরে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম(৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ৫জন গুরুত্বর আহত হয়েছে।
➤ কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসের কার্টনে মিললো ফেন্সিডিল
কুড়িগ্রাম পৌরশহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে বুকিং দিতে আসা একটি কার্টন থেকে দেড়শ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সওদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করে পুলিশ।
➤ ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়নি উলিপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উলিপুর উপজেলা প্রশাসন পালন করলেও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পালন করা হয়নি। সরকারি নির্দেশনা ছিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের কিন্তু তা মানা হয়নি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা সদুত্তর দিতে পারেনি।
➤ ফুলবাড়ীতে বিএসএফের বাধায় বন্ধ হলো সড়ক নির্মাণ কাজ
ফুলবাড়ীতে কাজ চলমান সড়কে লাল পতাকা উড়িয়ে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ও গুরুত্বপূর্ণ সড়কটি নতুন করে নির্মাণ করছিল এলজিইডি। এ অবস্থায় লাল পতাকা উড়িয়ে বিষয়টি অন্যভাবে দেখছে স্থানীয় বিজিবি।